কাশিয়ানীতে বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৭
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা নাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রায়হান সাতজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, খুলনা থেকে রাজীব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল ব্যক্তিগত গাড়িটি। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি একটি মোটরসাইকেলও ছিল। দক্ষিণ ফুকরা এলাকায় এসে এই তিন যানের সংঘর্ষ হয়। দুর্ঘটনার স্থানে শ্রমিকেরা ধান মাড়াইয়ের কাজ করছিলেন।
ওসি মাসুদ রায়হান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তাঁরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।