গোপালগঞ্জের টুঙ্গিপাড়া লকডাউন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলাকে লকডাউন করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা ছয়টায় এই লকডাউনের ঘোষণা দেয় উপজেলা প্রশাসন।

টুঙ্গিপাড়ার দুটি গ্রামে তিনজনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তাই অতিরিক্ত সতর্কতায় এই লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার প্রথম আলোকে বলেন, টুঙ্গিপাড়ায় যে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, তাঁরা জেলার বাইরে থেকে এসেছেন। তাই উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলা কমিটি বরাবর লকডাউনের সুপারিশ করলে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা থেকে টুঙ্গিপাড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়।

৭ এপ্রিল দুজনের এবং ১১ এপ্রিল একজনের করোনা পজিটিভ আসায় উপজেলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।