গোপালপুর নির্বাচনে বিএনপির ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পৌরসভা নির্বাচন
প্রতীকী ছবি

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শেখ আবদুল্লাহ আল মামুন (ধানের শীষ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুল হান্নানের (নারকেলগাছ) জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন।

১৬ জানুয়ারি অনুষ্ঠিত গোপালপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শেখ আবদুল্লাহ আল মামুন ১ হাজার ১২৩টি ভোট ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুল হান্নান ১৮৫ ভোট পেয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গোপালপুর পৌরসভা এলাকায় মোট ভোটার ১৭ হাজার ৫৩৫ জন। নির্বাচনে নয়টি কেন্দ্রে প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ১৩ হাজার ১১ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৩০। প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ১৩ হাজার ৩৪১। নির্বাচন কমিশনের বিধান অনুসারে, একজন প্রার্থী ৮ শতাংশের কম ভোট পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। সে মোতাবেক বিএনপির ও স্বতন্ত্র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁদের প্রাপ্ত ভোটের সংখ্যা ৮ শতাংশেরও কম।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম দুই মেয়র প্রার্থী শেখ আবদুল্লাহ আল মামুন ও আবদুল হান্নানের জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করেছেন।