গোয়ালন্দে ভাঙচুর মামলায় আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ভাঙচুর ও মারধরের মামলায় আওয়ামী লীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা (৪৫), দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াছিন সরদার (২০), উপজেলার উত্তর দৌলতদিয়া ছিদ্দিক কাজী পাড়ার সহিদ গায়ান (২৮) ও দৌলতদিয়া হাতেম মণ্ডল পাড়ার হালিম ব্যাপারী (২৫)। এর মধ্যে মোহাম্মদ আলী ও ইয়াছিন সরদার মারধর ও ভাঙচুর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

পুলিশ জানায়, গত বছর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামে মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২০ সালের ১৫ মার্চ মো. মান্নান মোল্লা বাদী হয়ে তাঁর বাড়ি ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে থানায় মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াছিন সরদারসহ ৯ জনের নাম উল্লেখ করে একং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর বলেন, ওই মামলায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মোল্লা ও ছাত্রলীগ নেতা ইয়াছিন সরদার আদালতের নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মঙ্গলবার রাত ১১টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে প্রিজন ভ্যানে করে তাঁদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।