গৌরনদীতে উত্ত্যক্তকারীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দুই ছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের শাস্তিসহ সাত দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকালে গৌরনদী উপজেলায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউটের দুই ছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের শাস্তিসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

শনিবার সকালে টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

দাবিগুলোর মধ্যে আছে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ইভ টিজিং ও যৌন হয়রানি বন্ধ করা, ক্যাম্পাসে নিরাপত্তায় দায়িত্ব পালনকারী প্রহরীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা।

মানববন্ধন শেষে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউটের ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী মো. রশিদ বিল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন শিক্ষার্থী মাহাবুব হাওলাদার, ফিরোজ মাহমুদ, সাজ্জাত হোসেন, সিয়াম সিকদার প্রমুখ। বক্তারা বলেন, সাত দফা বাস্তবায়নের জন্য অধ্যক্ষকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাখাওয়াত হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সমর্থনে ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে তাঁদের দাবি মেনে নেওয়া হবে।’
গৌরনদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের সাত দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়ার পরে শিক্ষার্থীরা আঞ্চলিক সড়কের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।

শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকালে স্থানীয় বখাটেরা ক্যাম্পাসে প্রবেশ করে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করে। কয়েকজন শিক্ষার্থী এর প্রতিবাদ করলে তাঁদের লাঞ্ছিত এবং ওই দুই ছাত্রীর শ্লীলতাহানি করা হয়েছে।