গৌরনদীতে ধর্ম নিয়ে কটূক্তি, গ্রেপ্তার ১

কুমিল্লার ঘটনার জের ধরে বরিশালের গৌরনদী উপজেলায় সংখ্যালঘু এক তরুণের ধর্ম নিয়ে অশালীন মন্তব্যকে কেন্দ্র করে গতকাল শুক্রবার রাতে একটি মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এদিকে ধর্ম নিয়ে মন্তব্য করে উসকানি দেওয়া ও মন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুরের ঘটনায় আজ শনিবার গৌরনদী মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ছাড়া ধর্ম নিয়ে মন্তব্য করায় মহানন্দ বাড়ৈ (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বার্থী ইউনিয়নের কাজিরপাড় গ্রামের বাড়ৈ বাড়িতে সার্বজনীন দুর্গাপূজার আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় হিন্দু–মুসলিম নারী ও শিশু শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর অনুষ্ঠান উপভোগ করছিলেন। এ সময় সন্ধ্যা ৭টার দিকে ওই গ্রামের মহানন্দ বাড়ৈ ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করে পোস্ট দেন। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়লে অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন মহানন্দকে মারধর করে আটক করেন। এ সময় কিছু তরুণ মণ্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় স্থানীয় সুমন খান বাদী হয়ে একটি মামলা করেছেন। এ ছাড়া মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় ধুরয়াইল সর্বজনীন হরিচাঁদ পূজামণ্ডপ কমিটির সহসভাপতি সুভাষ বৈদ্য বাদী হয়ে অপর একটি মামলা করেছেন।