গৌরনদীতে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী কালীমন্দিরের পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে আজ শুক্রবার সকালে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সুমন দালাল (৫২)। তিনি উপজেলার বাঘমারা গ্রামের মিয়াজদ্দিন দালালের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাঘমারা গ্রামের সুমন দালাল প্রতিদিনের মতো টরকী বন্দরে কুলি হিসেবে কাজ করতে যাওয়ার জন্য আজ সকাল ৬টার দিকে নিজ বাড়ি থেকে বের হন। হেঁটে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী শ্রীশ্রী তারা মায়ের মন্দিরের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের চালক ফয়ছাল হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। এতে চালক ফয়ছাল হোসেন ও পথচারী সুমন দালাল দুজনেই গুরুতর আহত হন। তাঁদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত্যু ঘোষণা করেন। ফয়ছাল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।