গৌরনদীতে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

বরিশাল জেলার মানচিত্র

বরিশালের গৌরনদী উপজেলায় যুবদলের এক নেতাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার বানীয়াশুরী গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় যুবদল নেতা মো. জাকির হোসেনকে (৪৫) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগের নেতা–কর্মীদের দায়ী করেছেন আহত জাকির হোসেন। তবে তিনি কারও নাম বলতে পারেননি। অন্যদিকে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। নিজ দলের কোন্দলেই জখম হয়েছেন তিনি।

আহত জাকির হোসেন গৌরনদী পৌর যুবদলের সদস্য। এর আগে তিনি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। জাকির হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে বানীয়াশুরী গ্রামে একটি দোকানে বসে চা পান করছিলেন তিনি। এ সময় ১০-১২টি মোটরসাইকেলে করে ১৫-২০ জন ছাত্রলীগের নেতা–কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধারাল অস্ত্র দিয়ে তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করেন। তিনি জানান, হামলাকারীদের দেখলে তিনি চিনবেন, তবে তাঁদের নাম জানেন না।

জাকির হোসেনের স্ত্রী সরকারি গৌরনদী কলেজ পাঠাগারের সহকারী গ্রন্থাগারিক কহিনূর আক্তার বলেন, ধারাল অস্ত্রের আঘাতে জাকির হোসেনের মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁর স্বামীকে হত্যার জন্য এ হামলা চালানো হয়েছে বলে তাঁর অভিযোগ।

অভিযোগ অস্বীকার করে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জোবায়েরুল ইসলাম প্রথম আলোকে বলেন, হামলার সঙ্গে ছাত্রলীগ নেতা–কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। দলীয় কোন্দলের কারণে নিজ দলীয় প্রতিপক্ষরা তাঁর ওপর হামলা চালিয়েছে। উদ্দেশ্যমূলকভাবে এখন ছাত্রলীগের ওপর দায় চাপাচ্ছেন তিনি।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।