গৌরনদীতে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলা, আহত ৬

বরিশাল জেলার মানচিত্র

বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনের প্রচারণার শেষ দিনে গতকাল বৃহস্পতিবার রাতে ৬ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হন উভয় পক্ষের ৬ জন।

হামলার জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে। আহত লোকজনের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের কাছে থেকে জানা গেছে, ওয়ার্ডের দুই প্রার্থী হলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মাহমুদ। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে শাওড়া এলাকায় আতিকুর রহমানের সমর্থক তারেক হোসেনের সঙ্গে সুমন মাহমুদের সমর্থক মামুন হোসেনের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দফায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১৫টি বোমার বিস্ফোরণ ঘটে।

সুমন মাহমুদ অভিযোগে বলেন, আতিকুর রহমানের সমর্থকেরা বৃহস্পতিবার রাতে শাওড়া মহল্লায় তাঁর নির্বাচনী কার্যালয়ে বোমা হামলা চালান। তাঁরা কার্যালয়ের ভেতরে গিয়ে সাগর মোল্লা (২২), জামিল হোসেনসহ (২৩) তাঁর চার কর্মীকে মারধর করেন।

আতিকুর রহমান অভিযোগ করেন, সুমন মোল্লার সমর্থকেরা বোমা হামলা চালিয়ে তাঁর সমর্থকদের ধাওয়া করেন। এ সময় নাহার সিনেমা হলের সামনে তাঁর সমর্থক রিয়াজ মোল্লা (২৫) ও রাকিব হোসেনকে (২৬) পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. তৌহীদুজ্জামান সংঘর্ষের তথ্য নিশ্চিত করে বলেন, রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি।