গৌরীপুরে নির্বাচনের দিন দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

পৌরসভা নির্বাচন
প্রতীকী ছবি

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে দুই সাংবাদিক মাসুদ রানা ও নুরুজ্জামানের ওপর হামলা করে ক্যামেরা ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে এনটিভির ক্যামেরাম্যান মাসুদ রানা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে জানা যায়, গত ৩০ জানুয়ারি গৌরীপুর পৌর নির্বাচন চলাকালে বেলা পৌনে একটার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে শেখ লেবু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন করছিলেন মাসুদ রানা। এ সময় তাঁর সঙ্গে থাকা ৭১ টেলিভিশনের ক্যামেরাপারসন নুরুজ্জামানসহ অনেকেই পেশাগত দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম ও শফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি ও রামদা দিয়ে মাসুদ রানা ও নুরুজ্জামানের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। মাসুদ রানার পা, পিঠ ও শরীরের বিভিন্ন জায়গায় এবং নুরুজ্জামানের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাঁদের ডাক–চিৎকারে কেন্দ্রে থাকা অন্য সাংবাদিকেরা তাঁদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গৌরীপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের চিকিৎসা দেন। পরে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’