গৌরীপুরে মাসুদুর হত্যার বিচার চেয়ে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। পৌর শহরের হারুন পার্ক এলাকায়
প্রথম আলো

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ওরফে শুভ্র হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারের ব্যানারে পৌর শহরের হারুন পার্ক এলাকায় এই মানববন্ধন হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় মাসুদুর হত্যার মামলার চারজন আসামির মধ্যে প্রধান আসামি রিয়াদুজ্জামানের তিন দিনের এবং বাকি তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত শনিবার রাতে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় একটি চায়ের দোকানের সামনে মাসুদুরকে কুপিয়ে হত্যা করা হয়। গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান এ হত্যাকাণ্ডে অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। পরের দিন রোববার রিয়াদুজ্জামান ও তাঁর তিনজন সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করে।

তবে নিহতের পরিবার ও নেতা-কর্মীদের অভিযোগ, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে রিয়াদুজ্জামান এ হত্যাকাণ্ড ঘটান। হত্যাকাণ্ডের পরের দিন উত্তেজিত লোকজন মেয়রের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেন। গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের এক সভায় মেয়রকে পৌর আওয়ামী লীগের সভাপতি পদ এবং আওয়ামী লীগের প্রাথমিক পদ থেকে বহিষ্কারের করার সিদ্ধান্ত হয়। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এ সিদ্ধান্ত অনুমোদন করে কেন্দ্রীয় কমিটিতে পাঠিয়েছে। তবে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এ হত্যার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় মুক্তিযোদ্ধারা এ হত্যার বিচার দাবি করেন। তাঁরা বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করে সঠিক বিচার করতে হবে। মাসুদুর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানকে কারা, কেন হত্যা করেছে; সেটি পুলিশ অবশ্যই বের করবে।

মানববন্ধনে মাসুদুরের চাচা সাদেকুর রহমান বক্তব্য দেন। তিনি বলেন, গৌরীপুর পৌরসভার মেয়র ও রিয়াদুজ্জামান যৌথভাবে এই হত্যার পরিকল্পনা করেন। তাঁরা ছাড়া আরও যারা এ হত্যার সঙ্গে জড়িত আছেন, তাদের প্রত্যেকের বিচার দাবি করেন তিনি।

মাসুদুর রহমান হত্যার মামলাটি তদন্ত করছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, রিয়াদুজ্জামানের তিন দিন এবং জাহাঙ্গীর আলম, রাসেল মিয়া ও মজিবুর রহমানের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ডিবি আসামিদের রিমান্ডে নেয়নি।