গৌরীপুরে মেয়র ও সাংসদপুত্রের সমর্থকদের সংঘর্ষ

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও স্থানীয় সাংসদের ছেলে তানজির আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে গৌরীপুর পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি দুই পক্ষের।

স্থানীয় লোকজনের ভাষ্য, ৩০ মিনিট ধরে এই সংঘর্ষের সময় একাধিক গুলির শব্দ পাওয়া যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বঙ্গবন্ধু চত্বরে নবনির্বাচিত মেয়র রফিকুল তাঁর সমর্থকদের নিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা পৌর শহরের বাস টার্মিনাল এলাকার পৌরসভা কার্যালয়ে যান। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মেয়র সমর্থকদের নিয়ে বের হয়ে আসছিলেন। এ সময় বাস টার্মিনাল এলাকায় তানজির আহমেদের সমর্থকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। তানজির স্থানীয় সাংসদ নাজিম উদ্দিন আহমেদের ছেলে। খবর পেয়ে গৌরীপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতেও সংঘর্ষ চলে। স্থানীয় লোকজনের ভাষ্য, ৩০ মিনিট ধরে এই সংঘর্ষের সময় একাধিক গুলির শব্দ পাওয়া যায়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হালিম সিদ্দিকী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিকের সংঘর্ষের ঘটনা নিয়ে মেয়র রফিকুল ইসলাম ও তানজির আহমেদ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। বেলা দুইটার দিকে মেয়রের সমর্থকেরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন। বিকেলে মেয়রের বাড়িতে সংবাদ সম্মেলন হয়। এতে মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনের আগে আমাকে একটি মিথ্যা মামলায় আসামি করা হয়। এতে আমি আওয়ামী লীগের মনোনয়ন পাইনি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে নির্বাচিত হই। নির্বাচনে হারাতে না পেরে এবার আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হলো। সাংসদের ছেলে রাজিব (তানজিরের ডাকনাম) হামলায় নেতৃত্ব দেন।’ এতে তাঁর পক্ষের অন্তত দুজন আহত হয়েছেন বলে দাবি করেন মেয়র।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন তানজির আহমেদ। তিনি পাল্টা অভিযোগ করেছেন, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে তিনি গৌরীপুরে গিয়েছিলেন। এ সময় পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা হয়েছে। তানজির বলেন, ‘পৌরসভা নির্বাচনে আমি নৌকার পক্ষে ছিলাম। এ কারণে মেয়র রফিকুল ও তাঁর লোকজন আমাকে গৌরীপুরে যেতে বাধা দিয়েছেন। তাঁরা আমাদের ওপর হামলা করেছেন। এতে আমার আট সমর্থক আহত হয়েছেন।’ বিষয়টি নিয়ে সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন তানজির আহমেদ।

গত ১৭ অক্টোবর গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় করা মামলায় মেয়র রফিকুলকে আসামি করা হয়। তিনি গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। হত্যা মামলায় আসামি হওয়ায় তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ৩০ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম মেয়র নির্বাচিত হন।