গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে ২০ কক্ষ পুড়ে ছাই

গাজীপুরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প এলাকার একটি টিনশেড কলোনিতে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লাগে
প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় টিনশেড বাড়িতে আগুন লেগে ২০টি কক্ষ পুড়ে গেছে। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন ও স্থানীয় সূত্র জানায়, চন্দ্রা পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় আবদুল হাই ও নিলা আক্তার দম্পতির ভাড়া দেওয়া টিনশেড বাড়িতে গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লাগে। এ সময় স্থানীয় ব্যক্তিরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

চন্দ্রা পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়
প্রথম আলো

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে আগুনে টিনশেডের ওই বাড়ির ২০টি কক্ষ পুড়ে গেছে। প্রতিটি কক্ষে পৃথক ভাড়াটিয়া বসবাস করেন।

ক্ষয়ক্ষতির বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম বলেন, তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর তা বলা যাবে।