গ্রামে দুই পক্ষের দ্বন্দ্ব, বটগাছতলায় ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও এলাকার একটি শতবর্ষী বটগাছতলা ও তার আশপাশে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কীর্তন আয়োজন নিয়ে গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মুক্তাদীর হোসেন এই ১৪৪ ধারা জারি করেছেন। আজ শুক্রবার বেলা তিনটা থেকে আগামী রোববার বেলা ১১টা পর্যন্ত সেখানে কোনো ধরনের জমায়েত, সভা-সমাবেশ ও অনুষ্ঠান করা যাবে না।

শাল্লা সদরের বাসিন্দা সুব্রত কুমার দাস বলেন, ঘুঙ্গিয়ারগাঁও শাল্লা উপজেলা সদরেই অবস্থিত। এখানে বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে একটি শতবর্ষী বটগাছ আছে। ওই বটতলায় প্রতিবছর গ্রামের লোকজন কীর্তন আয়োজন করেন। সে অনুযায়ী আজ অধিবাস এবং কাল শনিবার কীর্তন হওয়ার কথা। কিন্তু এবার গ্রামের দুটি পক্ষ আলাদা করে কীর্তন আয়োজনের প্রস্তুতি নিলে দ্বন্দ্ব সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।

ইউএনও মো. আল মুক্তাদীর হোসেন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপ্রীতিকর পরিস্থতি এড়াতেই ওই গাছতলার আশাপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোববার বেলা ১১টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।