গড়াইপাড়ে খেলতে গিয়ে ডুবে মরল শিশুটি

গড়াই নদের পাশে দুই শিশু খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত এক শিশু নদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পানিতে তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এক ঘণ্টা পর লাশ ভেসে ওঠে শিশুটির। ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

আজ রোববার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পশ্চিম গোট্টিয়া ঘোড়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর নাম মেঘা (৪)। সে পশ্চিম গোট্টিয়া ঘোড়াঘাট এলাকার মোস্তাক আহমেদের মেয়ে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে মেঘাসহ আরও এক শিশু বাড়ির পাশে গড়াই নদের পাড়ে খেলা করছিল। পাড়ের ঢালের বালুতে খেলা করার সময় মেঘা পানিতে পড়ে যায়। নদে তীব্র স্রোত থাকায় সে তলিয়ে যায়। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সেখানে নৌকা দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বেলা পৌনে একটার দিকে মেঘার লাশ ভেসে উঠে। ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর প্রথম আলোকে ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।