ঘন কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না, ফেরি চলেনি পৌনে ৭ ঘণ্টা

বাংলাবাজার–শিমুলিয়া নৌপথে পৌনে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল
প্রথম আলো

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে নৌপথে ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ৯টার পর থেকে পদ্মা নদীর চারপাশে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার পরে কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌপথের দিকনির্দেশনামূলক বাতিগুলো ঝাপসা হয়ে যায়। ফেরির চালকেরা মাইকিং বাতি ও বিকন বাতি দেখতে পাচ্ছিলেন না।

এমনকি তিন-চার ফুট দূরের কিছুও দেখা যাচ্ছিল না। তীব্র ঘন কুয়াশার কারণে নৌপথে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত পৌনে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এরপর আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশার মাত্রা কমে এলে আবার শুরু হয় ফেরি চলাচল। রাত থেকে ফেরি চলাচল হঠাৎ বন্ধ হওয়ায় উভয় ঘাটে আটকা পড়েছে অন্তত সাড়ে তিন শ যানবাহন। আটকা পড়া যানবাহনের মধ্যে বেশির ভাগই পণ্যবাহী ট্রাক।

ফেরিঘাট সূত্রে জানা গেছে, বর্তমানে নৌপথে ৩টি রো রো ফেরিসহ মোট ১২টি ফেরি চলাচল করছে। ঘন কুয়াশার কারণে নৌযান চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা পরিবহনের সংখ্যা বেড়েছে।

এ সম্পর্কে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, তিন দিন ধরে একই অবস্থা নৌপথে। মঙ্গলবার রাতে কুয়াশার তীব্রতা খুবই বেশি ছিল। সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না। এ কারণে রাত পৌনে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করে।