ঘন কুয়াশায় গাছে পিকআপের ধাক্কা, চালক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘন কুয়াশায় পিকআপ ভ্যান গাছের সঙ্গে ধাক্কা খেলে চালক আবদুল হাকিম (২৪) নিহত হন। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে সরাইল উপজেলার সূর্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত  হাকিম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ গ্রামের মনু মিয়ার ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাকিম একটি খালি পিকআপভ্যান চালিয়ে নাসিরনগর থেকে সরাইল উপজেলা সদরে ফিরছিলেন। এ সময় তাঁর সঙ্গে এক কিশোর সহযোগী ছিল। পিকআপভ্যানটির চালক আঞ্চলিক মহাসড়কের সরাইল উপজেলার সূর্যকান্দি এলাকায় ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগান। এতে গুরুতর আহত হন হাকিম। স্থানীয় লোকজন ও পুলিশ তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর সহযোগী সামান্য আঘাত পেয়েছেন।  

সরাইল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন খন্দকার এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।