ঘন কুয়াশায় বিঘ্নিত দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরি চলাচল

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে নৌযান চলাচল বিঘ্নিত হয়
প্রথম আলো

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় গতকাল শনিবার মধ্যরাত থেকে দুই দফায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। পরে আজ রোববার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক শ যানবাহনের যাত্রী ও চালক।

প্রথম দফায় গতকাল দিবাগত রাত ১টার পর থেকে আজ রোববার ভোর ৫টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, গতকাল মধ্যরাত থেকে ঘন কুয়াশার কারণে নদী অববাহিকায় নৌযান চলাচলে সমস্যা দেখা দেয়। একপর্যায়ে কুয়াশার মাত্রা বাড়তে থাকলে সামান্য দূরের কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। রাত একটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে পাটুরিয়া প্রান্ত থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেওয়া হয়।

এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় পাঁচটি ফেরি মাঝনদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়। রাত শেষে আজ ভোর পাঁচটার দিকে কুয়াশার পরিমাণ কমতে থাকলে মাঝনদীতে নোঙর করে থাকা সব ফেরি উভয় ঘাটে গিয়ে ভেড়ে। অবস্থা বুঝে ফেরি দৌলতদিয়া থেকে যানবাহন নিয়ে ছেড়ে যায়। কিছুক্ষণ পর আবার কুয়াশা বাড়তে থাকলে নদীপথ ঘোলা হয়ে আসে। একপর্যায়ে সকাল পৌনে সাতটার দিকে দ্বিতীয় দফায় ফেরি চলাচল বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এই কর্মকর্তা বলেন, দীর্ঘ সময় ফেরি বন্ধের কারণে দৌলতদিয়া প্রান্তে গতকাল রাতে আসা যাত্রীবাহী নৈশ কোচ এখনো পার হতে পারেনি। নৈশ কোচসহ তিন শতাধিক যানবাহন ঢাকা-খুলনা মহাসড়কে পারাপারের অপেক্ষায় আটকে আছে। একইভাবে পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কেও কয়েক শ গাড়ি আটকে আছে। তীব্র শীত ও কুয়াশার মধ্যে আটকে থাকা যানবাহনের যাত্রী ও চালকেরা দুর্ভোগের শিকার হন।