ঘরের কোণে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী পলাতক

প্রতীকী ছবি

সিলেটের কানাইঘাটে ফাতেমা বেগম (২৯) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ফাতেমা বেগম কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পশ্চিম আগফৌদ পূর্ব গ্রামের মহরম আলীর স্ত্রী। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তবে স্ত্রীর লাশ উদ্ধার করা হলেও মহরম আলীকে পাওয়া যাচ্ছে না। গৃহবধূর স্বজনদের দাবি, মহরম আলী তাঁর স্ত্রীকে খুন করে পালিয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহরম আলীর সঙ্গে ফাতেমা বেগমের প্রায় দেড় বছর আগে বিয়ে হয়। তাঁরা দুজনই ওই বাড়িতে থাকতেন। মহরম আলীর ভাইয়েরা অন্য এলাকায় থাকতেন। ফাতেমা বেগমের স্বজনদের বাড়িও ওই ঘরের পাশে। শুক্রবার মহরম আলী ও ফাতেমা বেগমের কোনো সাড়া শব্দ না পেয়ে তাঁরা ডাকাডাকি করেন। একপর্যায়ে তাঁরা ঘরে ঢুকে ফাতেমা বেগমের মরদেহ একটি কোণে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কানাইঘাট থানা-পুলিশকে খবর দেওয়া হয়।

ফাতেমা বেগমের পরিবারের ধারণা, অভাব-অনটনের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকার বলেন, এক নারীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ফাতেমা বেগমের মা জুলেখা বেগমের বরাত দিয়ে এসআই স্বপন চন্দ্র সরকার বলেন, ঘটনার পর থেকে ফাতেমা বেগমের স্বামী মহরম আলী পলাতক আছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।