ঘাটে যাওয়ার কথা বলে বের হন, পরে ভুট্টাখেতে মিলল লাশ

লাশ
প্রতীকী ছবি

নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদের জোকাহাট ঘাটে যাওয়ার কথা বলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবদুস সাত্তার (৫০) বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

রাতে স্বজনেরা তাঁর মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। পরে তাঁরা আবদুস সাত্তারকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। আজ বুধবার সকালে উপজেলার শহরবাড়ি এলাকায় একটি ভুট্টাখেতে তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়।

নিহত আবদুস সাত্তার উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের পারনুরুল্যাবাদ গ্রামের বাসিন্দা। তিনি দিনমজুর ছিলেন। পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে উপজেলার শহরবাড়ি এলাকায় আত্রাই নদের দক্ষিণ তীরে একটি ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, গলা কেটে আবদুস সাত্তারকে হত্যা করা হয়েছে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নওগাঁ সদর হাসপাতালে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু  করেছে পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। স্বজনেরা মামলা না করলেও পুলিশ বাদী হয়ে মামলা করবে।