ঘিওরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় আজ বৃহস্পতিবার সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছে বাসের ১০ যাত্রী।

নিহত ট্রাকচালক রাকিব হোসেন (২৪) ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ছয়টার দিকে মহাসড়কের পাচুরিয়া এলাকায় ফরিদপুরগামী বিসমিল্লাহ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী পেঁয়াজভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক রাকিব নিহত হন। এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান।

এদিকে এই ঘটনায় দুর্ঘটনাকবলিত যান দুটি মহাসড়কে আটকে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে যান দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।  

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক মো. শামীম আল মামুন বলেন, নিহত ট্রাকচালকের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় ঘিওর থানায় মামলার প্রস্তুতি চলছে।