ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার

ভিডিও থেকে নেওয়া ছবি
সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুন-উর-রশিদকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একটি দোকান থেকে ওই পুলিশ কর্মকর্তা টাকা নিচ্ছেন, এমন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর গতকাল বুধবার রাতে এই পদক্ষেপ নেওয়া হয়।

গত মঙ্গলবার বাগমারা হেল্পলাইন নামের একটি ফেসবুক আইডি থেকে ১ মিনিট ৪ সেকেন্ড ও ৩৫ সেকেন্ডের দুটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিও দুটিতে দেখা যায়, একটি দোকানে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন এএসআই হারুন-উর-রশিদ। তবে যিনি টাকা দিয়েছেন, তাঁকে দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, বাগমারার তাহেরপুরে আশিক টেলিকম নামের একটি দোকানে এসব ভিডিও ধারণ করা হয়েছে। দোকানের মালিক আশিকুর রহমান জানান, মঙ্গলবার এএসআই হারুন-উর-রশিদ তাঁর দোকানে এসেছিলেন। তখন আরেকজনের কাছ থেকে টাকা আদায় করে দেওয়ার কথা বলে তিন হাজার টাকা নিয়েছিলেন হারুন-উর-রশিদ।

এ বিষয়ে জানতে আজ বৃহস্পতিবার হারুন-উর-রশিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও তাঁর সাড়া পাওয়া যায়নি।

এ সম্পর্কে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইফতেখার আলম বলেন, এএসআই হারুন-উর-রশিদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত চলছে। এরপর তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।