ঘুড়ির সুতায় বাঁধা পড়েছিল কাকটি

রাজশাহী জেলার মানচিত্র
প্রথম আলো

সুতা ছিঁড়ে ঘুড়িটা কত দিন ধরে গাছের ডালে আটকে ছিল, তা কেউ খেয়াল করেননি। সেই সুতায় আটকে যায় একটি কাক। ঘুড়ির সঙ্গে সে–ও ঝুলে ছিল। আজ বুধবার দুপুরে পাখিটিকে উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিস।

সকালে নগরের লক্ষ্মীপুর এলাকায় সড়ক বিভাজকের একটি গাছের ডালে ঘুড়ি ও কাকটিকে ঝুলে থাকতে দেখেন উজ্জ্বল হোসেন নামের এক ব্যক্তি। পরে তিনি ফায়ার সার্ভিসে খবর দিলে দুপুর ১২টার দিকে পাখিটিকে উদ্ধার করা হয়।

উজ্জ্বল হোসেন লক্ষ্মীপুর এলাকার একটি ফার্মেসির কর্মী। তিনি বলেন, গত মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি প্রথমবারের মতো কাকটিকে ঘুড়ির সুতায় ঝুলে থাকতে দেখেন। এরপর আর খেয়াল করেননি। পরে বুধবার সকালে দোকানে এসে কাকটিকে আগের দিনের মতোই ঝুলতে দেখেন। একটা পাখি দিনরাত ঝুলেছিল, এটা ভেবে তাঁর কষ্ট হয়। এ জন্য পাখিটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসে খবর দেন তিনি।

পাখিটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন ফায়ার সার্ভিসের রাজশাহী সদর স্টেশনের কর্মকর্তা লতিফুল বারী। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা মই নিয়ে গাছে উঠে ঘুড়ির সুতা কেটে দেন। তখন কাকটা উড়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দুর্বল থাকায় মাটিতে পড়ে যায়।

কাকটিকে উদ্ধার করে উজ্জ্বলের কাছে দেওয়া হয়েছে। উজ্জ্বল কাকটির দেখভাল করছেন।