ঘোড়াঘাটে বয়লার বিস্ফোরণে চাতাল শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বয়লার বিস্ফোরণে এক চাতাল শ্রমিকের মৃত্যুর হয়েছে। আজ রোববার বেলা দেড়টায় উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় আজিত মেম্বারের মিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম এলারুস হেমব্রম(৪৫)। তিনি উপজেলার বুলাকিপুর গ্রামের মৃত চুনু হেমব্রমের ছেলে।
ওই চাতালের আরেক শ্রমিক ইউসুফ আলী বলেন, এলারুস মিলের বয়লারের নিচে চুলায় তুষ দিচ্ছিলেন। এলারুসের স্ত্রীও ওই সময় চাতালে ধান শুকানোর কাজ করছিলেন। হঠাৎ বিকট একটা শব্দ হয়ে বয়লার থেকে প্রচুর পরিমাণ গরম পানি প্রায় ২০০ গজ দূরে একটি বাঁশঝাড়ে গিয়ে পড়ে। চুলার পাশেই তখন এলারুসের দেহ পড়ে থাকতে দেখা যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিস্ফোরণে এলারুসের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এতে তাঁর চেহারাও ঝলছে গেছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। এলারুসের পরিবারের লোকজন আসছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।