চট্টগ্রাম নগরে পরিচ্ছন্নতা কার্যক্রম শেষের পথে

আজ বুধবার সকাল ছয়টা থেকে পরিচ্ছন্নতাকর্মীরা নগরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। দুপুরে লাভলেন এলাকা
ছবি: জুয়েল শীল

পশু কোরবানির পর চট্টগ্রাম নগরে সকাল থেকে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। সন্ধ্যা ছয়টার মধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে বলে দাবি সিটি করপোরেশনের। এরপরও বিভিন্ন এলাকায় করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা–আবর্জনার জন্য টহল দিচ্ছেন বলে পরিচ্ছন্ন বিভাগ থেকে জানানো হয়।

আজ বুধবার সকাল ছয়টা থেকে পরিচ্ছন্নতাকর্মীরা নগরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। নগরকে চারটি অঞ্চলে ভাগ করে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। ট্রাক ও ডাম্প ট্রাকে করে ময়লার ভাগাড় থেকে ময়লা সংগ্রহ করা হয়। এ ছাড়া রাস্তার আশপাশ থেকেও কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ করা হয়।

এ কাজের জন্য ৩ হাজার ৬২০ জন সেবক ও ১২০ জন তদারককারী কর্মকর্তা ছিলেন। ৩৩০টি ছোট–বড় গাড়ি ময়লা অপসারণে নিয়োজিত ছিল। সন্ধ্যা ছয়টার মধ্যে ময়লা–আবর্জনা পরিষ্কার করে ফেলা হয় বলে দাবি করেন সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী।

তিনি বলেন, ‘ছয়টার মধ্যে কোথাও ময়লা–আবর্জনা আর নেই। এরপরও আমাদের টহল দল রাস্তায় রয়েছে। কেউ যদি নতুন করে আবর্জনা ফেলেন, তাহলে তা সংগ্রহ করা হবে।’