চট্টগ্রামে আরও তিনজন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬৯ বছর বয়স্ক সাতকানিয়ার ইছামতী এলাকার এক ব্যক্তি দুদিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষা শেষে শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। প্রাথমিক তথ্যে রোগীদের সংক্রমণের ইতিহাস ও পেশা জানাতে পারেননি।

আক্রান্ত তিনজনের মধ্যে একজন পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকার বাসিন্দা। তাঁর বয়স ৫০ বছর। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দানপাড়া কোদাল বাড়ির বাসিন্দা। অপরজনের বয়স ৩২ বছর। তিনজনই পুরুষ। সাতকানিয়ার বৃদ্ধ বৃহস্পতিবার চমেক হাসপাতালে মারা যান।

এ নিয়ে বিআইটিআইডিতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০। তার মধ্যে একজন চট্টগ্রামের বাইরে লক্ষ্মীপুরের। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, ৭৯টি নমুনা পরীক্ষা করা হয় গতকাল। সেখান থেকে তিনজনের কোভিড–১৯ পজিটিভ আসে। এর মধ্যে একজন লক্ষ্মীপুরের। শনাক্তকরণের পর পরবর্তী ব্যবস্থা হিসেবে লকডাউনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হবে। অন্য দুই রোগী নিজ নিজ বাসায় রয়েছেন বলে জানা গেছে।

এদিকে চমেক হাসপাতালে মারা যাওয়া রোগীর সংস্পর্শে আসা চিকিৎসক–নার্সদের তালিকা করা হচ্ছে। তাঁদের কোয়ারেন্টিনে পাঠানো হবে বলে জানান চমেক হাসপাতালের উপপরিচালক আফতাবুল ইসলাম।

গত ২৬ মার্চ থেকে চট্টগ্রাম বিআইটিআইডিতে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়। গতকাল পর্যন্ত ৫৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।