চট্টগ্রাম বিএনপির ১১ কর্মী কারাগারে

প্রতীকী ছবি

নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির ১১ কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে নেওয়া ১১ আসামি হলেন মো. সোহেল, মো. রিদুয়ান, মো. বাদশা, মো. আলমগীর, মো. হামিদ, মো. মহিউদ্দিন, মো. সরোয়ার, মো. সেলিম, মো. মোতালেব, মো. মাহাবু ও নুরুল আলম। তাঁরা সবাই নগরের চান্দগাঁও থানা বিএনপির কর্মী।

২০১৮ সালের জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রাম নগর ও জেলার ৩২ থানায় নাশকতার অভিযোগে মামলা হয়েছে ২৩২টি । এর মধ্যে শুধু অক্টোবর মাসেই হয় ১০৩টি মামলা। এসব মামলায় বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আসামি করেছে পুলিশ।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১২ নভেম্বর নগরের চান্দগাঁও থানা এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও নাশকতার অভিযোগে বিস্ফোরক এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করে পুলিশ। আসামিরা সবাই বিএনপির নেতা-কর্মী। পরে আসামিরা হাইকোর্ট থেকে জামিন নেন। মেয়াদ শেষ হওয়ার পর তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

সোমবার দুপুর থেকে চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় ভিড় করতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। শুনানি শুরু হওয়ার আগে ৩০ আসামি এজলাসে আসামির কাঠগড়ায় দাঁড়ান। আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ৩০ আসামির মধ্যে আদালত ১১ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অসুস্থ ও বয়স্ক হওয়ায় অন্যদের জামিন মঞ্জুর করেন।