চট্টগ্রামে এএসআই নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন

নিহত এএসআই কাজী সালাউদ্দিন
ফাইল ছবি

চট্টগ্রামে মাদকবাহী গাড়ির ধাক্কায় পুলিশের এক উপপরিদর্শক (এএসআই) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মাইক্রোবাসের চালক মো. বেলাল (৩৪ ), মো. রাশেদ প্রকাশ রাসেল (২৬) ও সামশুল আলম (৬০)।

আজ শনিবার দুপুরে নগর উত্তর পুলিশের উপকমিশনার মোখলেছুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের তথ্য জানান। গতকাল শুক্রবার রাতে নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

উপকমিশনার মো. মোখলেছুর রহমান বলেন, গ্রেপ্তার তিন আসামি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সদস্য। তাঁরা রাঙামাটি থেকে চোলাই মদ এনে চট্টগ্রামসহ আশপাশের কয়েকটি এলাকায় সরবরাহ করেন। এক বছর ধরে তাঁরা মাদক ব্যবসা করে আসছেন। জেলার রাউজান ও বোয়ালখালী থানায় একাধিক মামলা রয়েছে তাঁদের নামে।

আরও পড়ুন

নগর পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবু বকর সিদ্দিক বলেন, মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। মাদক পাচারের সময় মাইক্রোবাসটিকে এস্কর্ট দেওয়া মোটরসাইকেলটিও উদ্ধার হয়েছে।

শুক্রবার রাতে নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়
ছবি: প্রথম আলো

১১ জুন নগরের চান্দগাঁও থানা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে মাদকবাহী একটি মাইক্রোবাস থামার সংকেত দেন চান্দগাঁও থানার এএসআই কাজী সালাউদ্দিন। এ সময় তাঁকে ধাক্কা দিয়ে চলে যায় গাড়িটি। পরে গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিনই তিনি মারা যান। এ ঘটনায় মামলা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আবদুর রউফ, পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শহীদুল ইসলাম, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান প্রমুখ।