চট্টগ্রামে করোনায় আরও পাঁচজনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও পাঁচজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ২৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান জানান, এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে মোট ৪৬৪ জন মারা গেছেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ৪৭ হাজার ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৯৩ জনের করোনা পজিটিভ আসে। সংক্রমণের হার সাড়ে ২৭ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে শহরের বাসিন্দা ২৪৯ জন। বিভিন্ন উপজেলার বাসিন্দা ৪৪ জন। আর যে পাঁচজন মারা গেছেন, তাঁরা সবাই চিকিৎসাধীন ছিলেন। তাঁরা শহরের বাসিন্দা ছিলেন।

চলতি মাসে চট্টগ্রামে করোনায় মোট ৬৭ জন মারা গেছেন। সেখানে করোনায় এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩৪৩ জন শহরের বাসিন্দা। বাকি ১২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে শহরের বাসিন্দা ৩৭ হাজার ৯২৫ জন। বিভিন্ন উপজেলার বাসিন্দা ৯ হাজার ৩০২ জন। চট্টগ্রামে মোট সংক্রমিতের মধ্যে গ্রামের ২০ শতাংশ এবং শহরের ৮০ শতাংশ।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।