চট্টগ্রামে করোনায় আরও ৫ মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে গতকাল সোমবার রাত ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও পাঁচজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৪৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে মোট ৪৩৫ জন মারা গেলেন। তাঁদের মধ্যে ৩১৯ জন শহরের। বাকি ১১৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৪৫ হাজার ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে শহরের ৩৬ হাজার ৩৪৫ জন। বিভিন্ন উপজেলার ৮ হাজার ৯৪৬ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৩১ জনের করোনা পজিটিভ আসে। সংক্রমণের হার প্রায় সাড়ে ১৬ শতাংশ। বিদেশগামীদের বাদ দিলে শনাক্তের হার ২০ শতাংশের বেশি।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান জানান, গত ২৪ ঘণ্টায় পাঁচজন করোনায় মারা গেছেন, তাঁরা সবাই চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে চট্টগ্রাম শহরের চারজন।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।