চট্টগ্রামে করোনায় আরও ৬ জনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টার করোনায় আরও ছয়জন মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৪৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো সবশেষ করোনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট ৪০৬ জন মারা গেলেন। তাঁদের মধ্যে ২৯৯ জন শহরের বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৪৩ হাজার ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে শহরের বাসিন্দা ৩৪ হাজার ৫৮৪ জন। বিভিন্ন উপজেলার বাসিন্দা ৮ হাজার ৬০৪ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৭৩ জনের করোনা পজিটিভ আসে। সংক্রমণের হার প্রায় ২০ শতাংশ।

২৪ ঘণ্টায় চট্টগ্রাম শহরে মারা গেছেন পাঁচজন। আর উপজেলায় মারা গেছেন একজন।