চট্টগ্রামে করোনায় বন্দীর মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এক বন্দীর মৃত্যু হয়েছে। আজ রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

মৃত বন্দীর নাম মো. কামরুজ্জামান ওরফে শুক্কুর (৩৭)। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, কামরুজ্জামান নগরের বন্দর থানার একটি মাদক মামলার আসামি। গত ২০ ফেব্রুয়ারি তিনি কারাগারে আসেন। তাঁর যক্ষ্মা ছিল। হঠাৎ করে ১০ এপ্রিল কামরুজ্জামানের জ্বর আসে। তবে করোনার আর কোনো উপসর্গ ছিল না। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নমুনা পরীক্ষায় গত শনিবার তাঁর করোনা পজিটিভ আসে। আজ তিনি মারা যান।

শফিকুল ইসলাম আরও বলেন, কামরুজ্জামানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তবে তাঁর পরিবারে নগরের বন্দর এলাকায় থাকে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আজ পর্যন্ত বন্দী আছেন ৭ হাজার ২০০ জন। এই প্রথমবারের মতো এই কারাগারের কোনো বন্দী করোনায় মারা গেলেন।