চট্টগ্রামে টিকাপ্রাপ্তি নিশ্চিতের দাবিতে প্রবাসীদের বিক্ষোভ

করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিতের দাবিতে জনশক্তি কার্যালয়ের সামনে প্রবাসীরা। আগ্রাবাদ, চট্টগ্রাম, ২২ জুন
ছবি: জুয়েল শীল

করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন প্রবাসী শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালে নগরের আগ্রাবাদে জনশক্তি কার্যালয়ের সামনে তাঁরা বিক্ষোভ করেন।

বিক্ষোভে হাজারো প্রবাসী শ্রমিক অংশ নেন। সকাল ১০টা থেকে প্রায় ২ ঘণ্টা তাঁরা বিক্ষোভ করেন। বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীরা বলছেন, করোনায় ছুটিতে দেশে এসে তাঁরা আটকা পড়েছেন। টিকা না দেওয়ায় এখন তাঁরা বিদেশে যেতে পারছেন না। টিকার জন্য তাঁরা সিভিল সার্জন কার্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তাঁদের জনশক্তি কার্যালয়ে পাঠানো হয়েছে। জনশক্তি কার্যালয় থেকে অনুমতি দিলে কর্তৃপক্ষ তাঁদের টিকা দিতে পারবে। এ অবস্থায় তাঁরা টিকার নিবন্ধন সহজ ও তা দ্রুত প্রাপ্তির দাবি জানাচ্ছেন।

বিক্ষোভে অংশ নিয়েছিলেন চট্টগ্রামের পতেঙ্গার বাসিন্দা নুরুল আজিম। নুরুল বলেন, তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছেন। কিন্তু টিকা না দেওয়ায় এখন ফেরত যেতে পারছেন না। সুরক্ষা অ্যাপে প্রবাসীদের জন্য পাসপোর্ট নম্বরের বিপরীতে নিবন্ধনের ব্যবস্থা করা হলে টিকা দেওয়া সহজ হতো বলে মত তাঁর।

আরেক প্রবাসী নজরুল ইসলাম বলেন, অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। তাই পাসপোর্ট দিয়ে সুরক্ষা অ্যাপে নাম নিবন্ধনের সুযোগ দিলে ভালো হয়। আর সুরক্ষা অ্যাপ এখন বন্ধ রয়েছে। তাই এই অ্যাপ দ্রুত খুলে দেওয়ার দাবি জানান তিনি।

জনশক্তি কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক জহিরুল আলম মজুমদার বলেন, প্রবাসীদের বিষয়টি অগ্রাধিকার দিয়ে মন্ত্রণালয় দেখছে। এ আশ্বাস পাওয়ার পর তাঁরা ফিরে যান।

জহিরুল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ১০ ক্যাটাগরির লোকজন টিকা পাচ্ছে। সেখানে প্রবাসীরা তৃতীয়স্থানে রয়েছেন। কিন্তু সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। তাই তাঁরা এনআইডির পরিবর্তে পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধনের সুযোগ চেয়েছেন। এই বিষয়গুলো মন্ত্রণালয় দেখছে।