চট্টগ্রামে দুদিন ধরে শনাক্তের হার ১৫ শতাংশ

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১৫ শতাংশ। আগের দিনও শনাক্তের হার ছিল প্রায় ১৫ শতাংশ।

আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে ৫৪০ জন মারা গেলেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ৫০ হাজার ৪৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৯৮ জনের করোনা পজিটিভ আসে।

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে শহরের চারজন, উপজেলার একজন। তাঁরা সবাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্যদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে শহরের ১৩৭ জন। বিভিন্ন উপজেলার ৬১ জন।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় সাতজনের মৃত্যু হয়েছিল। নতুন করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল সাড়ে ১৫ শতাংশ। তার আগের দিন চট্টগ্রামে করোনায় চারজনের মৃত্যু হয়। শনাক্ত হয় ৮৪ জনের করোনা। শনাক্তের হার ছিল ১০ শতাংশ।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।