চট্টগ্রামে মিয়ানমারের নাগরিকের ৬ বছরের জেল

চট্টগ্রামে মাদক মামলায় সৈয়দ আলম নামের মিয়ানমারের এক নাগরিককে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ রায় দেন। আসামি সৈয়দ আলম পলাতক।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নুর আহমেদ সড়কের সামনে থেকে ১ হাজার ৬৫০ ইয়াবাসহ সৈয়দ আলমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এক বছর আগে জামিন নিয়ে পালিয়ে যান আসামি।