চট্টগ্রামে লরির ধাক্কায় যুবক নিহত
চট্টগ্রামে লরির ধাক্কায় ইফতেখার হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক সাদেকুর রহমান প্রথম আলোকে বলেন, লরির ধাক্কায় সাইকেল-আরোহী এক যুবক গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা ইফতেখার হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহত ইফতেখার চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম বন্দরে পণ্য সরবরাহ করে ফেরার পথে প্রাণ হারান।