চট্টগ্রামের সাতকানিয়ায় আ.লীগ প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের প্রার্থী আবু তাহের জিন্নাহ পশ্চিম ঢেমশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। রোববার সন্ধ্যায় এই হামলায় আবু তাহেরসহ তিন জন আহত হয়েছেন।

হামলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রিদুয়ানুল ইসলামের সমর্থকদের দায়ী করেছেন আবু তাহের জিন্নাহ। তবে রিদওয়ানুল ইসলাম হামলা ও ভাংচুরের অভিযোগ অস্বীকার করেছেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সম্প্রতি রিদুয়ানুল ইসলামকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আবু তাহের জিন্নাহ অভিযোগ করেন, ‘রোববার সন্ধ্যায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রিদুয়ানুল ইসলামের নেতৃত্বে ৫০ - ৬০ জনের একটি সশস্ত্র দল আমার বাড়িতে হামলা করে। এ সময় আমি ভোটকেন্দ্রের এজেন্টের নিয়ে কথা বলছিলাম। তাঁরা গেট ভেঙে ভেতরে ঢুকে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। তাঁদের হামলায় আমি ও আমার দুই সমর্থক আহত হয়েছি।’

হামলার বিষয়ে রিদুয়ানুল ইসলাম বলেন, ‘রোববার সন্ধ্যার আগে আওয়ামী লীগের প্রার্থী আবু তাহের জিন্নাহর লোকজন আমার এক নির্বাচনী এজেন্টকে ধরে চেয়ারম্যানের বাড়িতে আটকে রাখেন। আমরা খবর পেয়ে বিষয়টি প্রথমে পুলিশের মোবাইল টিমকে অবহিত করি। পরে তাঁকে মারধর করার খবর পেয়ে সাধারণ জনগণকে নিয়ে আমরা ওই এজেন্টকে উদ্ধার করতে যাই।’

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে বলেন, আবু তাহের জিন্নাহর বাড়িতে হামলা ও ভাংচুরের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

আগামীকাল সোমবার সাতকানিয়ার ১৬টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে।