চন্দনাইশে ছুরিকাঘাতে ৩ কলেজছাত্র হতাহতের ঘটনার বিচার দাবি

চন্দনাইশে ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী হতাহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া কলেজগেট এলাকায়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের চন্দনাইশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিন কলেজছাত্র হতাহতের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী ও ছাত্রলীগের নেতা–কর্মীরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া কলেজগেট এলাকায় এ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

স্থানীয় ব্যক্তিরা জানান, গতকাল বুধবার রাত আটটার দিকে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা ঝিহজ ফকিরপাড়া এলাকায় তিন কলেজছাত্রকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের কয়েক তরুণ। এ ঘটনায় গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাহেদুল ইসলাম (১৭) নামের একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন

এ ঘটনায় আহত দুজন হলেন একই এলাকার আলমগীরের ছেলে রায়হান হোসেন (২২) ও মোহাম্মদ সাহিদের ছেলে ইয়াছিন আরাফাত ওরফে সাগর (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক অবরোধকালে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ সময় মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটক পড়ে। এতে দূরপাল্লার পরিবহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ এসে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা।

চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান চৌধুরী বলেন, ছুরিকাঘাতে হতাহত তিনজনের মধ্যে দুইজন ছাত্রলীগ কর্মী। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী। প্রায় ৪৫ মিনিট পর ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।