চবির শাটল ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ট্রেনে কাটা পড়া
প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরের ষোলশহর রেলস্টেশনের পাশে তালতলা এলাকায় ট্রেনে কাটা পড়েন লাইলি বেগম (৩৭) নামের ওই নারী। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ষোলশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. শাহ আলম। তিনি প্রথম আলোকে বলেন, লাইলি বেগমের বাসা নগরীর আতুরার ডিপো এলাকায়। তালতলায় এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে তাঁর দুই পা কাটা পড়ে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

লাইলি বেগমের ছেলে মো. রায়হান প্রথম আলোকে বলেন, ‘আমার মায়ের মানসিক সমস্যা ছিল। তিনি হুটহাট ঘর থেকে বের হয়ে যেতেন। ষোলশহর এক চাচার বাসা ছিল। হয়তো সেখানেই এসেছিলেন তিনি।’

ষোলশহর রেলস্টেশনের স্টেশনমাস্টার তন্ময় চৌধুরী প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, লাইলি বেগম অন্যমনস্ক অবস্থায় রেললাইনের ওপর হাঁটছিলেন। ওই সময় পেছন থেকে ট্রেন এসে পায়ের ওপর দিয়ে চলে যায়।