চমেকে ‘হার্ট ফেইলিউর’ ক্লিনিক উদ্বোধন

চমেক হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগে ‘হার্ট ফেইলিউর’ ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগে ‘হার্ট ফেইলিউর’ ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে এই ক্লিনিকের উদ্বোধন করেন চমেক অধ্যক্ষ সাহেনা আক্তার। একই সময় হার্ট ফেইলিউর ব্লকটিকে বিভাগের প্রয়াত সহযোগী অধ্যাপক এস এম মোস্তফা কামালের নামে নামকরণ করা হয়। এই ব্লকের ভেতরে আলাদা একটি কক্ষে ‘হার্ট ফেইলিউর’ ক্লিনিকটি করা হয়েছে।

উদ্বোধন হওয়া ক্লিনিকটিতে পুরোনো হার্ট ফেইলিউর রোগীদের সপ্তাহে দুদিন সেবা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবীর, হৃদ্‌রোগ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আশীষ দে, সহযোগী অধ্যাপক ইব্রাহিম চৌধুরী, সহকারী অধ্যাপক সালাহউদ্দিন উজ্জ্বল, সহকারী অধ্যাপক রিজোয়ান রেহান প্রমুখ।

রিজোয়ান রেহান বলেন, ‘পুরো হার্ট ফেইলিউর ব্লকটির নামকরণ করা হয়েছে আমাদের হৃদ্‌রোগ বিভাগের প্রয়াত শিক্ষক এস এম মোস্তফা কামালের নামে। হার্ট ফেইলিউর ক্লিনিকে পুরোনো যাঁরা ভর্তি রোগী ছিলেন, তাঁদের সপ্তাহে দুদিন ফলোআপ করা হবে। এটা নতুন একটা সেবা।’