চলন্ত গাড়িতে হঠাৎ আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী চলন্ত গাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বেতবাড়িয়া এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। আগুনে বাসের ওপরের অংশ পুড়ে গেছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তিশা পরিবহনের গাড়িটি ঢাকার কমলাপুর থেকে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে আসে। গাড়িতে অল্পসংখ্যক যাত্রী ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বেতবাড়িয়া এলাকায় গাড়িটিতে হঠাৎ আগুন লেগে যায়। গাড়িচালক, চালকের সহকারী (হেলপার) ও যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কারও কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মহাসড়কের দুই পাশে আধা ঘণ্টা যানজট ছিল।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, কীভাবে বাসে আগুন লাগে, তা এখনো বলা যাচ্ছে না। তবে আগুনে বাসের ওপরের সবটুকু পুড়ে ছাই হয়ে গেছে।

যাত্রীবাহী বাসটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সরাইল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রিয়াজ মোহাম্মদ।