চলন্ত ভ্যান উল্টে যুবক নিহত, আহত দুজন হাসপাতালে

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান (স্থানীয় নাম পাখি ভ্যান) উল্টে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর দুজন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়ন ভূমি কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম শিপন আলী (৩৫)। তিনি ওই ভ্যানের যাত্রী ছিলেন। আহত হয়েছেন শিপনের ছোট ভাই রিপন আলী (২০) ও ভ্যানচালক একরামুল কবীর (২৬)। শিপন ও রিপন উপজেলার আইলহাস ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আর একরামুল একই গ্রামের কালু মণ্ডলের ছেলে।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, পারিবারিক কেনাকাটার প্রয়োজনে ভ্যানে চড়ে দুই ভাই শিপন ও রিপন সদর উপজেলার সরোজগঞ্জ হাটে যাচ্ছিলেন। খাসকররা ইউনিয়ন ভূমি কার্যালয়ের সামনে হঠাৎ চলন্ত ভ্যানটি উল্টে যায়। এতে চালকসহ তিনজন আহত হন। তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে শিপনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহবুব-এ খোদা। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন।