চাঁইয়ে ধরা পড়ল ১৩ কেজির বোয়াল, সাড়ে ১৫ হাজারে বিক্রি
কামাল হোসেন ব্যাপারী (৩৩)। ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের রাম সুন্দরডাঙ্গী গ্রামের বাসিন্দা। স্থানীয় পেঁয়াজখালী বাজারে তিনি হার্ডওয়্যারের ব্যবসা করেন। শখের কারণে মাঝেমধ্যে নদীতে চাঁই (মাছ ধরার ফাঁদ) পেতে মাছ ধরেন কামাল।
কামালের এমনই একটি বড় আকারের চাঁইয়ে (চার ফুট লম্বা ও সাত ফুট প্রস্থ) ১২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে পদ্মা ও ভুবনেশ্বর নদের মোহনা চর বলাইশা এলাকায় মাছটি ধরা পড়ে।
কামাল হোসেন ব্যাপারী মাছটি নিয়ে আনুমানিক ১১ কিলোমিটার দূরে চরভদ্রাসন উপজেলা সদরের মাছ বাজারে নিয়ে আসেন সকাল সাতটার দিকে। ওই বাজারের আড়তদার জসীম খান (৫৩) মাছ ব্যবসায়ী রিপন হালদারের কাছে সাড়ে ১৫ হাজার টাকায় মাছটি বিক্রি করেন। রিমন হালদারের কাছ থেকে ১৬ হাজার ৩০০ টাকায় যৌথভাবে মাছটি কেনেন চরভদ্রাসন সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামের বাসিন্দা মুকুল মোল্লা (৩৮) ও প্রতিবেশী মোস্তফা শেখ (৩৫)।
কামাল হোসেন ব্যাপারী প্রথম আলোকে বলেন, ‘আমি সদরপুরের পেঁয়াজখালী বাজারে হার্ডওয়্যারের ব্যবসা করি। পাশাপাশি আমার মাছ ধরার শখ আছে। দুই বছর ধরে নদীতে মাছ ধরার ফাঁদ পেতে মাছ ধরি। নিজে খাই আবার বড় মাছ ধরা পড়লে বিক্রি করি। এর আগে দুই থেকে আড়াই কেজি ওজনের মাছ পেয়েছি। তবে আজই প্রথম আমার পাতা ফাঁদে এত বড় একটি বোয়াল মাছ ধরা পড়ল।’
সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তাসমিয়া তাসমীম বলেন, এ-জাতীয় ফাঁদে এত বড় বোয়াল মাছ ধরা পড়ার ঘটনা তিনি আগে দেখেননি। যেহেতু জায়গাটি দুই নদীর মিলনস্থল, নতুন পানির কারণে হয়তো পদ্মা নদী থেকে ভুবনেশ্বর নদে আসার সময় মাছটি ফাঁদে ধরা পড়ে।