চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ

চাঁদপুর থেকে ঢাকাগামী একটি লঞ্চ
ফাইল ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ শুক্রবার সকাল থেকে চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ আছে। একই সঙ্গে ঢাকা-হাটুরিয়া-মুলাদি ভায়া চাঁদপুর রুটের এক ইঞ্জিনবিশিষ্ট লঞ্চও চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে যাত্রী কমে যাওয়ায় চাঁদপুর-ঢাকা রুটেরও কয়েকটি লঞ্চ ঘাট থেকে ছেড়ে যায়নি বলে জানিয়েছেন লঞ্চমালিক ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

চাঁদপুর-ঢাকা রুটের ইগল লঞ্চের সুপারভাইজার বলেন, স্বাভাবিক সময়ে লঞ্চে দুই থেকে তিন হাজার যাত্রী হয়। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে যাত্রীর সংখ্যা ১০০ থেকে ২০০-তে নেমে এসেছে। এতে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চাঁদপুর থেকে ইগল-৩, আল বোকার, রাসেল-৩, গ্রিন ওয়াটার-১০ ও আব-এ-জমজম নামের লঞ্চ যাত্রা স্থগিত রাখে।

বিআইডব্লিউটিএর উপপরিচালক এ কে এম কায়সারুল ইসলাম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঢাকা থেকে নির্ধারিত সব কটি লঞ্চ চাঁদপুর এসেছে।