চাঁদপুর-শরীয়তপুর সড়কে ১০ ঘণ্টা পর সকালে যানবাহন চলাচল শুরু

শরীয়তপুর জেলার মানচিত্র

শরীয়তপুর-চাঁদপুর সড়কের বালার বাজার এলাকায় বেইলি সেতুর পাটাতন ভেঙে যানবাহন চলাচল ১০ ঘণ্টা বন্ধ ছিল। সড়ক বিভাগের কর্মীরা এসে সংস্কার করার পর আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালারবাজার খালের ওপরের সেতুটির পাটাতন গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

চাঁদপুর-শরীয়তপুর সড়ক দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করে। এ কারণে সেতুটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সড়কের দুই পাশে দেড় শতাধিক গাড়ি আটকা পড়েছিল। শনিবার সকাল এ দুর্ভোগ কাটে।

শরীয়তপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, চাঁদপুর-শরীয়তপুর সড়কে পাঁচটি স্থানে বেইলি সেতু রয়েছে। সেতুগুলো পুরোনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই পাটাতন ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সড়কের বালারবাজার সেতুতে মালবোঝাই একটি ট্রাক উঠলে সেতুর একটি পাটাতন ভেঙে যায়। রাত ১১টার দিকে সড়ক বিভাগের কর্মীরা সেতুর পাটাতন মেরামতের কাজ শুরু করেন। ঝালাই করে সেতুর পাটাতনটি সংস্কার করা হয়।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালারবাজার খালের ওপরের সেতুটির পাটাতন গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার চাঁদপুর-শরীয়তপুর নৌপথের ভেদরগঞ্জের আলুর বাজার ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুল মোমেন বলেন, এ সড়কে ঝুঁকিপূর্ণ কয়েকটি বেইলি সেতু রয়েছে, যা প্রায়ই ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তখন চালক ও যাত্রীরা বিপাকে পড়েন। রাত থেকে ১০ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় পণ্যবাহী গাড়ি ও যেসব যাত্রী আটকা পড়েছিলেন, সকালে তাঁরা নৌপথ পারি দেওয়ার জন্য ঘাটে পৌঁছেছেন।

শরীয়তপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান প্রথম আলোকে বলেন, বেইলি সেতুর পাটাতন ভেঙে পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তা সংস্কার করা হয়েছে। তারপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি বলেন, এই সড়কে পাঁচটি বেইলি সেতু রয়েছে, যা অত্যন্ত পুরোনো, সেগুলোর স্থানে সেতু নির্মাণের কাজ চলছে। ওই সেতুগুলোর নির্মাণকাজ শেষ হলে আর কোনো দুর্ভোগ থাকবে না।