চাঁদপুরে আইসোলেশনে থাকা ২ নারীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরের ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২ নারীর মৃত্যু হয়েছে। তাদের দুজনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলায়। দুজনই জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন।
দুজনের মধ্যে একজনের বয়স ৭৫ বছর। তিনি গতকাল বুধবার রাত একটার দিকে মারা যান। আর ১৪ বছরের কিশোরী আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মারা যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুজাউদ্দৌলা রুবেল বলেন, ৭৫ বছর বয়সী নারী গত মঙ্গলবার ভর্তি হন। আর গতকাল ভর্তি হয় কিশোরী। তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত কিনা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।
এ নিয়ে এই হাসপাতালের আইসোলেশন ইউনিটে তিনজন মারা গেলেন। এ পর্যন্ত ১৬ জন আইসোলেশনে ভর্তি হন।
চাঁদপুরের সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩৫ জনের। ১৭৬ জনের ফল জানা গেছে।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি বলেন, 'আমরা ওই দুই নারীর বাড়ি লকডাউন করেছি। তাদের পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছি।'