চাঁদপুরে ঝড়ের কবলে নিখোঁজ আরও ২ জেলের লাশ উদ্ধার

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

চাঁদপুরের হাইমচরে ঝড়ের কবলে নিখোঁজ হওয়া আরও দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চরভৈরবী এলাকায় মেঘনা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

এই দুজন হলেন সদর উপজেলার হানারচর ইউনিয়নের উত্তর গোবিন্দা এলাকার আলমগীর হাওলাদার (৪২) ও মোহাম্মদ আলী (৪০)। এ নিয়ে গত দুই দিনে তিন জেলের লাশ উদ্ধার করা হলো।

গত রোববার সন্ধ্যায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরতে নামলে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়। এ সময় ওই জেলেরা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নৌকাসহ ডুবে নিখোঁজ হন।

চাঁদপুর নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গত রোববার সন্ধ্যায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরতে নামলে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়। এ সময় ওই জেলেরা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নৌকাসহ ডুবে নিখোঁজ হন। নদীতে তাঁদের লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করেন। আজ উদ্ধার দুজনের লাশ নীল কমল নৌ পুলিশ ফাঁড়িতে রয়েছে। এর আগে গতকাল সোমবার বিকেলে মনসুর আহমেদ বেপারী (৩৫) নামে নিখোঁজ আরেক জেলের লাশ উদ্ধার করা হয়।