চাঁদপুরে নিখোঁজের দুদিন পর ২ কিশোরীর সন্ধান

দুই কিশোরী চাচাত বোন। তাদের একজনের বয়স ১৩ বছর, অন্যজনের বয়স ১১ বছর। তাদের পরিবারের সদস্যদের ভাষ্য, গত রোববার বিকেলে রুবি বেগম নামের একজন কৌশলে দুই কিশোরীকে নিয়ে যান।

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে নিখোঁজ দুই কিশোরীর সন্ধান পাওয়া গেছে। তাদের চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই কিশোরী চাচাত বোন। তাদের একজনের বয়স ১৩ বছর, অন্যজনের বয়স ১১ বছর। তাদের পরিবারের সদস্যদের ভাষ্য, গত রোববার বিকেলে রুবি বেগম নামের একজন কৌশলে দুই কিশোরীকে নিয়ে যান। ঘটনার পরের দিন এক কিশোরীর মা ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুুলিশ রুবি বেগমকে চাপ দিলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দু‍ই কিশোরীকে বাড়ির পাশে রেখে যাওয়া হয়। তাদের প্রতি কোনো ধরনের নিপীড়ন হয়েছে কিনা নিশ্চিত হতে পরিবারের লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান।

দুই কিশোরীর পরিবারের অভিযোগ, রুবি বেগম নারী পাচারকারী চক্রের সদস্য। তিনি তাদের মেয়েদের ঢাকায় নিয়ে যান। সেখানে তাদের মেয়েদের ওপর নির্যাতন করা হয়।

চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুজাউদ্দৌলা রুবেল বলেন, 'দুই কিশোরীকে আমরা ভর্তি রেখে পরীক্ষা–নিরীক্ষা করছি। পরীক্ষার প্রতিবেদন এলে জানা যাবে, তাদের ওপর নির্যাতন হয়েছে কিনা।'


ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব বলেন, 'আমরা দুই কিশোরী নিখোঁজ হওয়া এবং তাদের ফিরে পাওয়ার ঘটনাটি তদন্ত করছি।'