চাঁদপুরে পুলিশ দেখে নদীতে ঝাঁপ, ১২ ঘণ্টা পর লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

পুলিশ আসতে দেখে আতঙ্কে নদীতে ঝাঁপ দেওয়া চাঁদপুরের তরুণ রুবেল হোসেনের (১৮) লাশ ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রুবেল অটোচালক ছিলেন। চাঁদপুর দক্ষিণ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের কয়লাঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে রুবেলের লাশের খোঁজ মেলে। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে পুরানবাজার খেয়াঘাট এলাকায় পুলিশ দেখে এক বন্ধুসহ নদীতে ঝাঁপ দেন রুবেল। হাসান নামে রুবেলের বন্ধু সাঁতরে পাড়ে উঠতে পারলেও রুবেল নিখোঁজ ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ জানিয়েছে, রুবেল ও তাঁর বন্ধু যখন নদীতে ঝাঁপ দেন, তখন ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়েছিল পুলিশ।

আর রুবেলের বন্ধু হাসান জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাঁরা পুরানবাজার এলাকায় ডাকাতিয়া নদীর খেয়াঘাটের সিঁড়িতে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় টর্চের আলো দেখে পুলিশ ভেবে তাঁরা নদীতে ঝাঁপ দেন। তিনি সাঁতরে ওপরে উঠে এলেও নিখোঁজ হন রুবেল। রাতভর কয়লাঘাট ও এর আশপাশে খোঁজ করেও রুবেলের সন্ধান পাওয়া যায়নি।

রুবেলের বাবা হুমায়ুন মিয়া জানান, রাত সাড়ে আটটার দিকে তিনি রুবেলকে হাসানের সঙ্গে বাড়ির পাশের রাস্তায় আড্ডা দিতে দেখেন। তাঁরা কখন নদীর পাড়ে গেছেন তা তিনি জানতেন না। পরে জানতে পারেন রুবেল পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মাদ আবদুর রশিদ বলেন, পুলিশ ওই সময়ে নদীর পাড় এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়েছিল। এ সময় দুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দেন। উদ্ধার হওয়া লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।