চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যানসহ ১৩ জন বিনা ভোটে নির্বাচিত

নির্বাচন কমিশন

চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ৯টি ওয়ার্ডে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়া ১২ জনসহ মোট ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল বুধবার জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ওই ইউপির বর্তমান চেয়ারম্যান লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম খান এবং ৯টি ওয়ার্ডে সংরক্ষিত পদে তিনজন নারী ও সাধারণ সদস্য পদে ৯ জন নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেন। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

আজ বৃহস্পতিবার তাঁদের মনোনয়নপত্র যাচাই-বাছাই নিশ্চিত হলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে ঘোষণা দেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে দুলাল মিয়া, ২ নম্বর ওয়ার্ডে মনির শেখ, ৩ নম্বর ওয়ার্ডে সফিক রাঢ়ী, ৪ নম্বর ওয়ার্ডে হারেজ মজুমদার, ৫ নম্বর ওয়ার্ডে হারুনুর রশিদ, ৬ নম্বর ওয়ার্ডে শাহ আলম মাঝি, ৭ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডে ফারুক মাঝি ও ৯ নম্বর ওয়ার্ডে জহির হাওলাদার নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে যথাক্রমে হোসনেয়ারা বিউটি, সংরক্ষিত ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে হাসিনা বেগম এবং সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সিমা আক্তার নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি এই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে ২০১১ সালে এই ইউনিয়নে মো. সেলিম খান চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১৬ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতা মামলার কারণে দীর্ঘদিন নির্বাচন স্থগিত থাকে। গত ৩০ জানুয়ারি মো. সেলিম খানকে তৃণমূলের সমর্থনে কেন্দ্র থেকে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়।